শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » জীবনযাপন » যেসব রোগের কারণে কারও কারও শীত বেশি লাগে
প্রথম পাতা » জীবনযাপন » যেসব রোগের কারণে কারও কারও শীত বেশি লাগে
৭১ বার পঠিত
বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যেসব রোগের কারণে কারও কারও শীত বেশি লাগে

যেসব রোগের কারণে কারও কারও শীত বেশি লাগেহেমন্ত গিয়ে শুরু হয়েছে শীতকাল। এরই মধ্যে আবহাওয়ার পারদ নিচের দিকে নামতে শুরু করেছে। তবে এ সময়ে কারও কারও বেশি শীত অনুভূত হয়, আবার কারও অনেক কম। তবে ঠিক কী কারণে এমন হয়, আপনি জানেন কি? জানা গেছে, কিছু কিছু রোগের কারণে কারও কারও শীত বেশি লাগে। আবার অনেকে স্বাভাবিক তাপমাত্রায় অনুভব করেন। চলুন জেনে নিই বেশি শীত কেন লাগে -

জানা গেছে, কিছু কিছু রোগের কারণে কারও কারও শীত বেশি লাগে। আবার অনেকে স্বাভাবিক তাপমাত্রায় অনুভব করেন। চলুন জেনে নিই বেশি শীত কেন লাগে -
হাইপোথাইরয়েডি
ঠান্ডা অসহিষ্ণুতা হাইপোথাইরয়েডিজমের একটি সাধারণ লক্ষণ। হাইপোথাইরয়েডিজম ঘটে যখন থাইরয়েড গ্রন্থি যথেষ্ট থাইরয়েড হরমোন তৈরি করে না। এই হরমোনগুলো বিপাক এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। যখন থাইরয়েড পর্যাপ্ত থাইরয়েড হরমোন তৈরি করে না, তখন শরীরের প্রক্রিয়াগুলো ধীর হয়ে যায়। হাইপোথাইরয়েডিজমের অন্যান্য লক্ষণের মধ্যে রয়েছে: ক্লান্তি, বিষণ্ণতা, কোষ্ঠকাঠিন্য, মাসিক সমস্যা, কম হার্ট রেট ইত্যাদি।

রাইনাডের রোগ
রাইনাডের রোগ হলে আক্রান্ত ব্যক্তি ঠান্ডা বা চাপ অনুভব করে এবং তখন রক্তনালীগুলো সরু হয়ে যায়। এটি রক্ত ​​প্রবাহ হ্রাস করে এবং প্রভাবিত এলাকায় ঠান্ডা অনুভব করতে পারেন। এটি সাধারণত আঙুল এবং পায়ের আঙুলের ধমনীকে প্রভাবিত করে। কিছু লোক তাদের ঠোঁট, কান এবং স্তনবৃন্তে এ লক্ষণগুলো অনুভব করতে পারেন। এছাড়া আক্রান্ত স্থানগুলো ফ্যাকাশে হয়ে যেতে পারে। রক্তপ্রবাহ ফিরে আসার সাথে সাথে আঙুল এবং পায়ের আঙুলগুলো অসাড় বা বেদনাদায়ক বোধ করতে পারে।

রক্তস্বল্পতা
রক্তের নিজস্ব একটা উষ্ণতা রয়েছে। রক্তস্বল্পতায় ভুগলে অনেকের হাতে-পায়ে বেশি শীত বোধ করেন। এছাড়া অন্যান্য উপসর্গের মধ্যে রয়েছে, মাথা ঘোরানো, শারীরিক দুর্বলতা, অতিরিক্ত ক্লান্তি, অল্পতেই হাঁপিয়ে যাওয়া ইত্যাদি।

রক্তস্বল্পতা দেখা দেয় যখন একজন ব্যক্তির শরীরজুড়ে অক্সিজেন সঞ্চালন এবং বহন করার পর্যাপ্ত লোহিত রক্তকণিকা থাকে না। অক্সিজেনের আপেক্ষিক অভাবের ফলে ঠান্ডা লাগাসহ রক্তস্বল্পতার লক্ষণ।

লোহার অভাবজনিত রক্তস্বল্পতা
আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হল সবচেয়ে সাধারণ ধরনের অ্যানিমিয়া। এটি সাধারণত রক্তের ক্ষতির কারণে ঘটে; তবে এটি আয়রনের দুর্বল শোষণের ফলেও হতে পারে।

ভিটামিনের অভাবজনিত রক্তস্বল্পতা
পুষ্টির অভাবের কারণেও অ্যানিমিয়া হতে পারে। ভিটামিন বি ১২ এবং ফলিক অ্যাসিডের নিম্ন স্তরের রক্তস্বল্পতা হতে পারে, সাধারণত অপর্যাপ্ত খাদ্য গ্রহণের ফলে।

পেরিফেরাল ধমনী রোগ
পেরিফেরাল ধমনী রোগ দেখা দেয়, যখন ধমনীতে প্লাক তৈরি হয়, যা শরীরের বাকি অংশে রক্ত বহন করে। শারীরিক এ গঠনের আরেকটি নাম হল এথেরোস্ক্লেরোসিস। ধমনীতে প্লেক জমে এগুলোকে সংকীর্ণ করে, যার অর্থ হল তাদের মাধ্যমে রক্ত ​​প্রবাহিত হওয়া আরও কঠিন।

পেরিফেরাল আর্টারি ডিজিজ প্রায়শই হাত, পায়ে বা উভয় অংশে ঠাণ্ডা, অসাড়তা, ঝিঁঝিঁ পোকা বা ব্যথার অনুভূতি সৃষ্টি করে। গুরুতর ক্ষেত্রে, পেরিফেরাল ধমনী রোগ টিস্যুর মৃত্যু হতে পারে।

জ্বর
মৌসুম পরিবর্তনের সাথে সাথে আমাদের বিভিন্ন রোগ দেখা দেয়। আর এসব রোগে আক্রান্ত হলে শীত শীত লাগে। অনেক ক্ষেত্রে জ্বর আসার সময় কাঁপুনিও হয়।

স্নায়ুরোগ
পায়ে শীত লাগছে, কিন্তু পা স্পর্শ করে মনে হচ্ছে, পা তেমন ঠান্ডা নয়। এ রকম কেন হয়, জানেন? স্নায়ুর সমস্যায়। অধিকাংশ ক্ষেত্রে স্নায়ুর এমন সমস্যার জন্য দায়ী ডায়াবেটিস। তবে ভিটামিনের অভাবেও এমন হতে পারে।

কিডনির রোগ
দীর্ঘমেয়াদি কিডনির রোগে আক্রান্ত ব্যক্তিও অল্প শীতেই কাবু হতে পারেন। এ রোগে রক্তস্বল্পতাও হয়, যেটি এমনিতেই বেশি শীত লাগার কারণ।



বিষয়: #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)