বুধবার ● ২৯ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রতিমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থিতায় লড়বেন ব্যারিস্টার সুমন
প্রতিমন্ত্রীর সঙ্গে স্বতন্ত্র প্রার্থিতায় লড়বেন ব্যারিস্টার সুমন
হবিগঞ্জের দুইটি আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা। বিভিন্নস্থানে চলছে স্বতন্ত্র প্রার্থীদের সভা-সমাবেশ। এরই মধ্যে আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত হয়ে প্রার্থীতার ঘোষণা দিয়েছেন।
হবিগঞ্জ-২ আসনের তিনবারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান। অন্যদিকে হবিগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত মুখ এবং যুবলীগের সাবেক নেতা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন।
হবিগঞ্জ-২ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য মরহুম শরীফ উদ্দিন আহমেদের ছেলে অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল। রুয়েল হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা। অন্যদিকে হবিগঞ্জ-৪ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন দুইবারের সংসদ সদস্য বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী। এ দুটি আসনে নবীন ও প্রবীনের প্রতিদ্বন্দিতা চলছে।
ব্যারিস্টার সাইদুল সুমন মনোনয়ন না পাওয়ার পর পরই ঢাকায় ঘোষণা দেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের। তারপর তিনি এলাকায় এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও বিভিন্ন পথ সভায় বক্তৃতা করে প্রার্থীতা জানান দিচ্ছেন। সোমবার দুপুরে চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে সুমনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রহমান।
এদিকে তিনবারের সংসদ সদস্য অ্যাড. আব্দুল মজিদ খান মনোনয়ন না পেয়ে এলাকায় এসে বিভিন্ন স্থরের নেতা–কর্মীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়ে সভা ও মিছিল করেন। গতকাল মঙ্গলবার বিকেলে বানিয়াচং বড়বাজার জননী কমিউনিটি সেন্টারে আয়োজিত মতবিনিময় সভায় তিনি আনুষ্টানিকভাবে ২ আসনে নির্বাচন করবেন বলে ঘোষণা দেন।
এখন আগামী ৩০ নভেম্বর মনোনয়ন দাখিল ও প্রত্যাহার সময় সীমা পর্যন্ত অপেক্ষা করতে হবে ভোটের মাঠে থাকবেন কিনা।
বিষয়: #নির্বাচন ২০২৪