শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১

Somoy Channel
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩
প্রথম পাতা » জীবনযাপন » মানুষ কামড়ানো মশাদের পছন্দ নারী ও পোশাক!
প্রথম পাতা » জীবনযাপন » মানুষ কামড়ানো মশাদের পছন্দ নারী ও পোশাক!
৪৭ বার পঠিত
বুধবার ● ৮ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মানুষ কামড়ানো মশাদের পছন্দ নারী ও পোশাক!

মশা কাকে না কামড়ায়! প্রতিদিনই কমবেশি মশার কামড় খেয়ে থাকি আমরা। তবে কীটতত্ত্ববিদের গবেষণা সূত্রে জানা গেছে, মশার আশেপাশে অনেক মানুষ থাকলেও মশাদের আগ্রহ থাকে বিশেষ শ্রেণির কিছু মানুষকে কামড়ানোর। এর কিছু কারণও তারা তুলে ধরেছেন সেগুলো হলো-

গবেষণা সূত্রে জানা গেছে, জিনগত কোনো কোনো মানুষের দেহ স্বাভাবিকভাবেই মশা প্রতিরোধক থাকে। সেটা জিনগত কারণেই হয়। এ জন্য মশা কাউকে বেশি কামড়ায় আর কাউকে কম কামড়ায়। যাদের বেশি কামড়ায়, তাদের সতর্ক থাকা উচিত বেশি।

সূত্রে জানা গেছে, যাদের বেশি ঘাম ঝরে তাদেরকে মশা বেশি কামড়ায়। সাধারণত তাপমাত্রা বেশি থাকলে দেহ থেকে ঘাম বের হয়। মানুষের দেহের ঘামের সঙ্গে বের হওয়া ‘ল্যাকটিক এসিডে’র গন্ধ মশাদের বেশ প্রিয়। তাই মশার কামড় প্রতিরোধে শরীর ঘামতে দেবেন না। সম্ভব হলে দিনে দুবার গোসল করুন।

মানুষ কামড়ানো মশাদের পছন্দ নারী ও পোশাক!মশা বেশি কামড়ানোর দলে রয়েছে গর্ভবতী নারীও। গর্ভবতী নারীরা অন্য নারীদের চেয়ে গড়ে ২১ শতাংশ বেশি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করেন। বিশেষ করে গর্ভাবস্থার তিন মাসের সময় নারীরা বেশি কার্বন ডাইঅক্সাইড বাতাসে ছাড়েন। এই ঘটনা মশাকে বেশি আকৃষ্ট করে তাদের কামড়াতে।

কিছু নির্দিষ্ট রক্তের গ্রুপের মানুষদেরকেও মশা বেশি কামড়ায়। যেমন ‘ও’ গ্রুপের রক্ত, ‘ও’ পজেটিভ এবং ‘ও’ নেগেটিভ গ্রুপের রক্তে বিশেষ ধরনের গন্ধ থাকে, যা মশাকে বেশ আকৃষ্ট করে। তাই এই গ্রুপের মানুষের বিশেষ সতর্ক থাকা উচিত।

সূত্রে আরও জানা গেছে, পোশাকের রংও মশা কামড়ানোর কারণ হতে পারে। যেমন গাড় কোনো রং, লাল, নীল জাতীয় পোশাক মশাদের বেশ পছন্দ। তাই যে সময় মশার উপদ্রব বেশি, সেই সময় হালকা রঙের সাদা বা খাকি পোশাক পরাই শ্রেয়।



বিষয়: #  #  #  #  #


আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)